Jhorna Jhor Jhoriye Lyrics (ঝরনা ঝর ঝরিয়ে) Manna Dey


Jhorna Jhor Jhoriye Lyrics by Manna Dey

Jhorna Jhor Jhoriye Lyrics by Manna Dey :

Jhorna Jhor Jhoriye Song Is Sung by Manna Dey from Selam Memsaheb Bengali Movie. Starring: Samit Bhanja, Utpal Dutta, Robi Ghosh, Soma Dey, Gita Karmakar And Dipankar Dey. Music Composed by Abhijit Bandyopadhyay And Jharna Jhar Jhariye Lyrics In Bengali Written by Pulak Bandyopadhyay. In 2005 Same Song Is Sung by Srikanto Acharya from Neel Dhrubatara Bengali Album Under The Banner of Shemaroo Bengali Music.

 

Song : Jhorna Jhor Jhoriye
Movie: Selam Memsaheb(1975)
Singer : Manna Dey
Lyricist : Pulak Bandyopadhyay
Music : Abhijit Bandyopadhyay
Director : Mrinal Guhathakurta
Banner : Shinaka Films

Jhorna Jhor Jhoriye Song Lyrics In Bengali :

ধা নি সাগা মা ধা 
নিধা নিধা নিসা নিধা-পামাগা 
মাগা মাগা মাগাসানি
আ হা হা.. 
 
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়?
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়?
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।
 
পাহাড়… তুমি সুন্দর কতো সুন্দর
জানে এই মন,
তোমার.. এতো সুন্দর হয়ে থাকবার
কিবা প্রয়োজন?
 
যদি না তোমায় দেখেও কারও
সবই ভাল লাগে ভালোবাসা জাগে
কারও মন কিছু চায় .. 
 
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রঙ ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।
 
জীবন… কতো ঘটনার কতো রটনার
তাকে বোঝা দায়,
হঠাৎ.. যাকে খোঁজে চোখ, যেন সেই চোখ
চোখে পড়ে যায়। 
 
কখনও যে প্রান সেখেনি গান
এই দেখা পেয়ে সেও ওঠে গেয়ে
কথা বলে সুখ পায় .. 
 
বুঝিনা আমি বুঝি যা
অন্যে কেন বোঝেনা,
এই চোখ আহা খোঁজে যা
আর কেও তা খোঁজেনা,
কেন খোঁজে না?
ঝর্ণা ঝর ঝরিয়ে জল ছড়িয়ে
কেন নেচে নেচে যায়,
রোদ্দুর মেঘ সরিয়ে রং ধরিয়ে
কেন হেসে হেসে যায়।।

 

ঝর্ণা ঝর ঝরিয়ে লিরিক্স :
Jhoran jhor jhoriye jol choriye
Keno neche neche jaay
Roddur megh soriye rong dhoriye
Keno hese hese jaay?
Bujhina ami bujhi jaa
Onney keno bojhena?
Ei chokh aha khoje jaa
Aar keo taa khojena keno khoje na?

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *