Eksho Bochor Dhorey Lyrics (একশো বছর ধরে) East Bengal Theme Song


Eksho Bochor Dhorey Lyrics East Bengal Theme Song :

Eksho Bochor Dhorey East Bengal Theme Song Is Sung by Arijit Singh. Music Composed by Arindom And Eksho Bochor Dhore Song Lyrics In Bengali Written by Raja Chanda And Prosen. Song Mixed And Mastered by Suvam Moitra.

 

Song : Eksho Bochor Dhorey
Singer : Arijit Singh
Chorus : Ritwik, Subham, Soumyabrata,
Aritra & Argha
Rap Written & Performed by : Argha
Music : Arindom
Lyrics : Raja Chanda & Prosen
Programming : Rohan Chauhan
Copyright : East Bengal Club &
Greymind Communication Pvt Ltd

Eksho Bochor Dhorey Song Lyrics In Bengali :

ইতিহাস সাক্ষী হলো
পায়ে পায়ে স্বপ্ন এলো,
কাঁটাতার টপকালো ফুটবল।
রক্তে ছিল যে লাল
জ্বললো হলুদ মশাল,
ফেলে আসা স্মৃতিটা সম্বল।

জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না,
সাপোর্টারের সাহস বুকে
উধাও হল ভয়।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না,
সবুজ ঘাসে লড়াই করে
ছিনিয়ে নেবো জয়।

একশো বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল।।

আমরাই দামাল ঘোড়া
দুচোখে বারুদ ভরা,
বলে বলে সবাই দেবো গোল।
গ্যালারির হৃদয় জুড়ে
ভালবাসা দিচ্ছি ছুঁড়ে,
বাড়ি ফিরে ইলিশ মাছের ঝোল।

জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না,
দর্শকের ঐ গর্জনে মাঠ উথালপাথাল।
জার্সি মানেই আমার মা
আর তো কিছুই জানি না,
এক কিকে তে গোলপোস্টের যাচ্ছে ছিঁড়ে জাল।

একশ বছর ধরে
মাঠ কাঁপাচ্ছে যে দল,
লাল হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল।

কাঁপাবে কাঁপাবে কাঁপাবে
মাঠের ভেতর দাপাবে,
প্রতিপক্ষ উপলক্ষ
যত যা রেকর্ড ছাপাবে,
বাঁচবে তারা হাঁফ ছেড়ে
হেরে ভুত হয়ে যাবে মাঠ ছেড়ে,
লাল-হলুদের সেই ছাপ ছেড়ে
স্টেডিয়ামের সেইসব দর্শক লাফাবে।

জার্সি ভিজে যাবে পুরো ঘামে
উড়ছে পতাকা স্টেডিয়ামে,
আমাদের চোখেমুখে ভরা বারুদ
দুনিয়া চেনে একটাই নামে
সুযোগ বুঝে এক কিক
সবুজ ঘাস থেকে সোজা জালেতে বল
টিমের নতুন ট্যাকটিক
তুমি যতই মশালে ছিটাও জল।

নিভবে না কখনও ইস্টবেঙ্গল,
নিভবে না কখনও ইস্টবেঙ্গল,
ওওও..
বুকের ভিতর একটাই দল
ওওও..
ফুটবল মানেই ইস্টবেঙ্গল।

একশো বছর ধরে লিরিক্স – ইস্টবেঙ্গল ক্লাব থিম সং :
Itihash sakkhi holo
Paye paye shopno elo
Katatar topkalo Football
Rokte chilo je laal
Jollo Holud Moshal
Fele asha smritita sombol
Jersey manei amar maa
Aar toh kichui janina
Sobuj ghase lorai kore
Chiniye nebo joy
Eksho Bochor Dhore
Math kapacche je dol
Laal holuder jhorer naam East Bengal.
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *