Adorer Nouko Lyrics (আদরের নৌকো) Chandrabindoo Band


Adorer Nouko Lyrics (আদরের নৌকো) Chandrabindoo Band

Adorer Nouko Lyrics by Chandrabindoo Band :

Adorer Nouko Lyrics Bengali Song Is Sung by Lopamudra Mitra from Chandrabindoo Band Album Chaw. Bhese Jay Adorer Nouko Recreated Version Song Is Sung by Iman Chakraborty And Shovan Ganguly. Adorer Nouko Lyrics Composed by Chandrabindoo Band.

Song  : Adorer Nouko
Album : Chaw
Singer : Lopamudra Mitra
Band : Chandrabindoo
Music Label : Asha Audio

Adorer Nouko Song Video :

Adorer Nouko Song Lyrics In Bengali :

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে, রঙ লিখে ঘর পাঠায়
ভিখিরিরা স্বপ্ন পায়,
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

ধুয়ে যায় আদরের পথঘাট
ভেসে যায় আরামের অঞ্চল,
রেলিং এর ঘুম ঘোরে,
টুপ করে, কাঁদলো জল।

ডানা ভাঙা একলা কাক
পথ ঘেঁষে থাক একলাটি থাক।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল,
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
ভেসে যায় সোহাগের সাম্পান,
সিগারেট টুকরোরা মুখচোরা,
শিখছে স্নান।

নুড়ি ঘেরা বালির স্তূপ
জোনাকির রূপ বুকে নিয়ে চুপ।

এ জন্মের রেলগাড়িরা যায়
জলপরী হাত ধুলো হাওয়ায়,
হাওয়াকে সে আঁকে তার ডানায়
এই নরম চুল, ধূলোর ফুল
যায় ভেসে যায়।

ভেসে যায় আদরের নৌকো
তোমাদের ঘুম ভাঙে কলকাতায়,
হ্যালোজেন বৃষ্টিকে রং লিখে ঘর পাঠায়,
ভিখিরিরা স্বপ্ন পায়
তুষারের রাজধানী ধুয়ে যায় জ্যোৎস্নায়।

ভেসে যায় আদরের নৌকো লিরিক্স – চন্দ্রবিন্দু ব্যান্ড :

Vese Jay adorer nouko
Tomader ghum vange kolkatay
Helojen brishtike rong likhe ghor pathay
Bhikirira shopno paay
Tusarer rajdhani dhuye jaak joshnay

Dhuye jaak adorer pothghat
Vese jaay aramer anchal
Railing er ghum ghore
Tup kore kadlo jol
Dana vanga ekla kaak
Poth ghese thak eklati thak

E jonmer rail garira jaay
Jolpori haat dhulo haway
Hawake se anke taar danay
Ei norom chul dhulor phul
Jaay bhese jaay

Bhese jaay adorer nouko
Bhese jaay sohager sampan
Cigarette tukrora mukhchora
Shikhche snan
Nuri ghera balit stup
Jonakir roop buke niye chup
Bhese Jaay adorer nouko
Tomader ghum bhange kolkatay

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *