Nachni Poka Lyrics by Lopamudra Mitra And Arkadeep Mishra :
Song : Nachni Poka
Genre : Jhumur
Singers : Lopamudra Mitra and Arkadeep Mishra
Original Music Composer And Lyricist : Sunil Mahato
Music Composer & Director : Joy Sarkar
Music Assistant : Souptik Mazumder
Chorus Lyrics : Sandipan Sengupta
Directed by : Sandipan Sengupta
DOP : Tuban
Photography and Videography : Sudarshan Basak & Sourabh Dey
Edit : Somnath Dey
Production House : Limelight Film Makers
Post Production : Eskay Digilab
Concept & Execution : ABP One
Produced by : Rituraj Dasgupta
Label : Cadbury Gaane Mishti
Nachni Poka Song Lyrics In Bengali :
একটা নাচনী পোকা চাই ঘুরঘুর
ডুলুং নদীর জলে,
একটা নেড়া গাছে ফুল ফুটেছে
একটা নেড়া গাছে ফুল ফুটেছে
ফুল ডুঙরির কোলে রে, কোলে রে।
একটা কালো ভ্রমর গুনগুনগুন
খোঁপায় গোঁজা ফুলে,
ও তার ফাগুনে আগুন লেগেছে
ও তার ফাগুনে আগুন লেগেছে
পলাশী জঙ্গলে রে এ এ..
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।
কুহু বনে বনে মনের কোনে
ঝামুর গানের বাজনা কানে,
আপন মনে জীবন জানে
মন ফাগুনের মন কেমনে,
মেঘলা দিনের দিন যাপনের গান
সে যে বাঁধন মানে না।
একটা মন বলেছে মনের কথা
কংসাবতীর কূলে,
একটা বনের ময়ূর আপন মনে
একটা বনের ময়ূর আপন মনে
নাচে পেখন তুলে রে এ এ..
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।
একটা কুলবধূর কখন যে হয়
ঘোমটা গেছে খুলে,
ও সে নদীর ঘাটে এসে গেছে
ও সে নদীর ঘাটে এসে গেছে
জল ডোবাতে ভুলে রে এ এ..
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে,
ঢিপিং ঢিপিং বাজনা কোথাও
বাজাচ্ছে সাওঁতালে রে, বাজাচ্ছে সাওঁতালে।
0 Comments