Ma Lo Ma Lyrics (মা লো মা) Coke Studio Bangla


Ma Lo Ma Lyrics (মা লো মা) Coke Studio Bangla

Ma Lo Ma Lyrics from Coke Studio Bangla :

Ma Lo Ma Lyrics Bengali Song Is Sung by Sagor Dewan, Arif Dewan And Rap By Aly Hasan from Coke Studio Bangla Season 3. Music Composed by Pritom Hasan. Curated And Produced by Shayan Chowdhury Arnob. Kalir Noyon Jole Collected from Folk Song. Ma Lo Ma Lyrics In Bengali Written by Md Khalek Dewan And Rap Lyrics Written by Aly Hasan. Music Arranged, Produced, Mixed And Mastered by Pritom Hasan. Chad Petano Team Are Sanda Rani Sarker, Md. Sokir Sheikh, Asa Rani, Sima Rani Kormoker, Padma Rani Sarker And Mukti Rani Sarker.

Song : Ma Lo Ma
Singer : Sagor Dewan And Arif Dewan
Rap : Aly Hasan
Produced by : Shayan Chowdhury Arnob
Station And Guitar : Pritom Hasan
Recording Engineer : Victor Tiash Das And
Ifte Khairul Alam
Creative Producer : Syed Gousul Alam Shaon
Co-Producer : Shamsur Rahman Alvi
Director : Adnan Al Rajeev
Co- Producer : Md. Habibur Rahman Tareq
Creative Producer : Kamrul H Khosru
Label : Coke Studio Bangla

Ma Lo Ma Song Video :

Ma Lo Ma Song Lyrics In Bengali :

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।

কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
আর কোথায় রে মা মনসা
তোমায় প্রণাম জানাই,
কালীর নয়নজলে।

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে,
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।

ছিলাম শিশু, ছিলাম ভালা
না ছিলো সংসারের জ্বালা,
সদাই থাকিতাম মায়ের সঙ্গে।
আমার দেহেতে আইলো জুয়ানি
উজান বহে গাঙ্গের পানি,
কামিনী বসিলো ভাব অঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।

আছেন ভালো গানের মাস্টার সালামও জানাই
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়ন জলে।

ভাই, এই এইযে এদিকে
ও এ বড়ো ভাই,
এই উপরওয়ালা পাঠাইসে মায়েরই কোলে
বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে,
সবাই তো আদর করতো
ও লে লে লে লে,
যৌবন যায় ঝাউবনেতে সংসারের ছলে
আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কালা চলে,
ডাইলের মজা তলে যদি ভালো মতো গলে
ঠিক মতো বাইতে পারলে ভাঙ্গা নৌকাও চলে,
ভাইয়া, সাঁতার না জানা থাকলে
ডুইবা মরবেন জলে,
হুম, আপনি কি ভাবতেসেন ভাই
আপনার নৌকায় leak আসে?

আমি তো দেখতেসি ভাই
আপনার নৌকা ঠিক আসে
জীবনের চলার পথে নাই নাই ভি দিক আসে,
সঠিক দিক যাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আসে
দুনিয়া ঘুরতাসে, কে ঘুরায় খুঁজতে হইবো
বিষয়টা বুঝতে হইবো,
খাইয়া মুখ মুছতে হইবো,
জীবনের তরী বাইয়া জায়গামতো যাইতে হইবো
তরিকা সবারই এক ভাঙ্গা নৌকা বাইতে হইবো,
দুনিয়ায় আইসি কিছুই ছিল না অঙ্গে
ভালো কাজ ছাড়া কিছু যাইবো না সঙ্গে,
দেওয়ান ভাই দেওয়ানা হইয়া দেখি কান্দে
রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইসে গাঙ্গে,
রঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা
ভাই আপনিই গান।

ছিলাম জুয়ান হইলাম বুড়া
লইড়া গেছে বাঁকা-গুঁড়া,
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে।
ছিলাম জুয়ান হইছি বুড়া
লইড়া গেছে বাঁকা-গুঁড়া,
গলই তলা যেতে চায় মোর ভেঙ্গে।
ও তাই ভেবে কয় খালেক দেওয়ানে
চিন্তা করো আপন মনে,
মানুষ একদিন মিশিবে মাটির সঙ্গে
ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে।

মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে,
মা লো মা, ঝি লো ঝি
বইন লো বইন, আমি করলাম কী?
রঙ্গে ভাঙ্গা নৌকা
বাইতে আইলাম গাঙ্গে।

কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
কালীর নয়নজলে
জলে বুক ভেসে যায়,
কি সাপে কামড়াইলো আমার
দুর্লভ লকাইর গায়,
গানটা আমার ইতিমধ্যে শেষ করিয়া যাই
কালীর নয়নজলে।

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *