Prem Nagar Lyrics (প্রেম নগর) Abhinibesh Band


Prem Nagar Lyrics by Abhinibesh Band

Prem Nagar Lyrics by Abhinibesh Band :

Prem Nagar Lyrics Bengali Song is Sung by Arnob Hasan Piash from Abhinibesh Band Album Bohurupi. Arrangement, Mixing And Mastering by Eshan Dhrubo. Tumi Prem Bujhona Tumi Korona Prem Nagar Lyrics In Bengali Written by Arnob Hasan Piash.

Song : Prem Nagar
Band : Abhinibesh
Album : Bohurupi
Vocal, Lyrics & Tune : Arnob Hasan piash
Side vocalist : Ashraful Islam Rumon
Drums : Tazbi Rahman
Acoustic Guitar : Arnob Hasan Piash
Keys & guitar : Eshan Dhrubo
Band Manager : Abdur Rahman Siam
Digital Distribution : MKEHO Musik

Prem Nagar Song Video :

Prem Nagar Song Lyrics In Bengali :

খোলা কালো চুলে, চুলে বনফুলে
আনমনে ভেবে যাই শুধু যে তোমাকে,
ভাবতে ভাবতে ভেবে মরি,
খুঁজে যাই তারে আমি
কেনো এতো লুকোচুরি প্রেম নগরে।
তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না,
তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না।

বেরঙ্গিন জীবনে এলেনা তুমি
তুমি এলে ভেবে নেবো শুধু যে রঙিন,
বেরঙ্গিন জীবনে এলেনা তুমি
তুমি এলে ভেবে নেবো শুধু যে রঙিন,
যত পারো ভুল করো, ফুল ছিড়োনা
ফুল দিয়ে প্রেম হয় তুমি বুঝোনা।
তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না,
তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না।

শহরেতে ওলিগলি চেনা যত পথ
সব কিছু থেমে শেষে যুদ্ধ এ রথ,
গুটি গুটি পায়ে এসে বাতাসে সুবাসে মিশে
সবকিছু ছুড়ে ফেলে প্রেম নগরে।

তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না,
তুমি প্রেম বুঝোনা, তুমি প্রেম করো না
প্রেম নাকি তোমাকে ছুঁতে চায়না।

প্রেম নগর লিরিক্স – অভিনিবেশ ব্যান্ড :
Khola kalo chule chule bonofule
Aanmone vebe jai shudhu je tomake
Vabte vabte vebe mori
Khuje jai taare ami
Keno eto lukochuri prem nagare
Tumi prem bujhona tumi prem koro na
Prem naki tomake chute chaay na
Berangeen jibone elena tumi
Tumi ele vebe nebo shudhu je rangeen
Joto paro bhul koro phul chirona
Phul diye prem hoy tumi bujhona
Shohorete oligoli chena joto poth
Sobkichu theme seshe juddho e roth
Guti guti paaye eshe batase subase mishe
Sobkichu chure fele prem nogore

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *