Goto Nishi Kotha Chile Lyrics (গত নিশি কোথা ছিলে) Folk Song


Goto Nishi Kotha Chile Lyrics (গত নিশি কোথা ছিলে) Folk Song

Goto Nishi Kotha Chile Lyrics Folk Song :

Goto Nishi Kotha Chile Lyrics Bengali Folk Song Is Sung by Khudro Baul. O Kaliya Sona Re Previously This Song Is Sung by Rajiv And Zulfikar Lenin. Cover by Ucchash Band And Many Various Artists In Their Own Way. Goto Nishi Kotha Chile Lyrics Is A Traditional Bengali Folk Song.

Song : Goto Nishi Kotha Chile
Lyric & Tune : Traditional
Vocal : Khudro Baul
Ukulele : Shopon Ahmed
Label : Prano nath folk music

Goto Nishi Kotha Chile Song Video :

Goto Nishi Kotha Chile Song Lyrics In Bengali :

ও কালিয়া সোনারে
গত নিশি কোথা ছিলে?
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া,
ছিড়ে ফেলেছি সকালে..
গত নিশি কোথা ছিলে ?
ও কালিয়া সোনারে
গত নিশি কোথা ছিলে ?

কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে
গজমোতির হার তোমার কণ্ঠে জুড়েছে,
কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে
শতকোটির হার তোমার কণ্ঠে পরেছে,
ঘুমো ঘুমো আঁখি শাড়ী পরা দেখি
ঘুমো ঘুমো আঁখি শাড়ী পরা দেখি,
সিঁদুর আওড়ানো কপালে ..
গত নিশি কোথা ছিলে ?
ও কালিয়া সোনারে,
গত নিশি কোথা ছিলে ?

আসিবে বলে কথাটি দিলে
নিশি ফুরাইয়া গেলো ফায়ার না এলে,
আর আসিবে বলে কথা দিয়েছিলে
রাত্রি পোহাইয়া গেলো তুমি না আসিলে,
ঘুমো ঘুমো আঁখি শাড়ী পরা দেখি
ঘুমো ঘুমো আঁখি শাড়ী পরা দেখি,
সিঁদুর আওড়ানো কপালে ..
গত নিশি কোথা ছিলে ?
ও কালিয়া সোনারে,
গত নিশি কোথা ছিলে ?
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া
তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া,
ছিড়ে ফেলেছি সকালে..
গত নিশি কোথা ছিলে ?
ও কালিয়া সোনারে
গত নিশি কোথা ছিলে ?

গত নিশি কোথা ছিলে লিরিক্স :

O kaliya sona re
Goto nishi kotha chile
Tomaro lagiya malati gathiya
Chire felechi sokale
Goto nishi kotha chile

Kumkum er saag ongge legeche
Gojomotir haar tomar konthey jureche
Kumkum er saag ongge legeche
Shotokotir haar tomar konthe poreche
Ghumo ghumo ankhi shari pora dekhi
Sindur aorano kopale
Goto nishi kotha chile

Asibe bole kotha diyechile
Raatri pohaiya gelo tumi na asile
Goto nishi kotha chile
O kaliya sonare
Goto nishi kothay chile

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *