Tomar Kachakachi Lyrics by Lagnajita Chakraborty :
Song : Tomar Kachakachi
Film : Cheeni 2
Singer : Lagnajita Chakraborty
Lyrics : Nilanjan Chakraborty
Music Composed by : Mainak Mazoomdar
Mixed and Mastered by : Shiladitya Sarkar
Director : Mainak Bhaumik
Shrikant Mohta And Mahendra Soni Present
Label : SVF
Tomar Kachakachi Song Lyrics In Bengali :
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি।
কথা ছিল আমাদের, আদরের আকাশে
উড়ে যাবো দুই শালিক,
মেঘেদের গা ঘেঁষে।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
আমিও তাই তোমার মতই হেসে
রাগ ভাঙানোর বায়না করি এসে,
তোমার চোখেই ঘুমিয়ে যাবো আমি
লুকিয়ে যাবো তোমারই অভ্যেসে।
কথা ছিল আমাদের কাগজের নৌকোতে
মাঝি হয়ে ভাসবো চল, মাপবো ঢেউ দু’জনে।
তোমার কাছাকাছি, আদর রেখে আসি
হাওয়ায় হারানো, পুরোনো যা কিছু,
একাই মনে রাখি।
তোমার কাছাকাছি, নালিশ রেখে আসি
কি বেহায়া মন, কুড়িয়েছে কখন,
যা বলা ছিল বাকি
তোমার কাছাকাছি।
News About Lagnajita Chakraborty Song Tomar Kachakachi Song Lyrics Information In Bengali Font : মৈনাক ভৌমিক পরিচালিত এবং মধুমিতা সরকার, সৌম্য মুখার্জী, অপরাজিতা আঢ্য ও অনির্বান চক্রবর্তী অভিনীত চিনি ২ বাংলা সিনেমার গান তোমার কাছাকাছি গানটি গেয়েছেন লগ্নজিতা চক্রবর্তী।গানটির সুর দিয়েছেন মৈনাক মজুমদার। তোমার কাছাকাছি আদর রেখে আসি গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী।
Nice song
Wander full song