Bhanga Cycle Lyrics (ভাঙা সাইকেল) Krishnapaksha Band


Bhanga Cycle Lyrics (ভাঙা সাইকেল) Krishnapaksha Band

Bhanga Cycle Lyrics by Krishnapaksha Band :

Bhanga Cycle Lyrics Bengali Song Performed by Krishnapaksha Band. The Song Is Sung by Yeasir Arafat Rubel. Starring Krishnapaksha Band, Tanvir Ahamed, Fariha Hossain Neeelima And Sharmin Sur. Evabeo Valo Thaka Jay Bhanga Cycle Lyrics In Bengali Written by Yeasir Arafat Rubel And Mehedy Hasan Arian. Song Mixing and Mastering by Sumon Parvez And Music Arranged by Jahid Nirob.

 

Song : Bhanga Cycle
Composition & Tune : Krishnapaksha Band
Lyrics : Yeasir Arafat Rubel & Mehedy Hasan Arian
Videography : Rony Sharafat
Story and Production : Krishnapaksha
Tareq Hossain : Bass, Band Leader & Band Manager
Yeasir Arafat Rubel : Vocal & Strings
Debashis Das : Khomok & Percussions
Parthadeb Barman : Acoustic Keys
Mehedy Hasan Arian : Guitar
Benam Chandra Borman : Cajon

Bhanga Cycle Song Video :

Bhanga Cycle Song Lyrics In Bengali :

ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়,
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায় ..

শহরের  বুকে একটা সমুদ্র চাই
সমুদ্রের পাড়ে বসে গান গেতে চাই,
শহরের  বুকে একটা সমুদ্র চাই
সমুদ্রের পাড়ে বসে গান গেতে চাই,
গানের তালে তালে সূর্য ডুবে যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায় ..

পাহাড়টা থাকে যেন শহরের এক পাশে
পাহাড় বেয়ে কলকলিয়ে ঝর্না মেয়ে হাসে,
পাহাড়টা থাকে যেন শহরের এক পাশে
পাহাড় বেয়ে কলকলিয়ে ঝর্না মেয়ে হাসে,
মেঘেরই ঝাপটা লেগে ভিজবো সারা গায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায় ..

ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়,
ভাঙ্গা সাইকেল নিয়ে চাঁদে যাওয়া যায়
রেলিং বেয়ে উঠে চিঠি দেওয়া যায়।
এভাবেও, এভাবেও, এভাবেও ভালো থাকা যায়
আহায় আহায় আহায় আহায় আহায় আহায়।

ভাঙ্গা সাইকেল লিরিক্স – কৃষ্ণপক্ষ ব্যান্ড :
Bhanga Cycle Niye Chande Jaowa Jay
Railing beye uthe chithi deowa jay
Ebhabeo Ebhabeo Ebhabeo bhalo thaka jay
Shohorer buke ekta somudro chai
Somudrer paare bose gaan gete chai
Gaaner taale taale surjo dube jaay
Evabeo Evabeo Evabeo bhalo thaka jay
Paharta thake jeno shohorer ek pashe
Pahar beye kolkoliye jhorna meye haase
Megheri jhapta lege vijbo sara gaay
Evabeo Evabeo Evabeo bhalo thaka jaay
Vanga Cycle Niye Chande Jaowa Jay
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *