Premer E Sofor Lyrics (প্রেমের এ সফর) Raj Barman


Premer E Sofor Lyrics by Raj Barman

 

Premer E Sofor Lyrics by Raj Barman :

Premer E Sofor Song Is Sung by Raj Barman. Music Composed by Barenya Saha. Arranged by Dipesh Chakraborty. Mixing And Mastering by Debojit Sengupta. Premer E Sofor Lyrics In Bengali Written by Somraj.

 

Song : Premer E Sofor
Singer : Raj Barman
Lyrics : Somraj
Composition & Music Direction : Barenya Saha
Director : Rohan Kumar Paul
DOP : Rohan Kumar Paul & Saikat Das
Produced by : Barenya Saha
Filmed By Bila Boy Entertainment
Music on : Zee Music Company

Premer E Sofor Song Video :

Premer E Sofor Song Lyrics In Bengali :

জানুক আবার জানুক শহর
রটুক তারায় খবর,
আদর হয়ে তোমায় ছুঁয়ে
শুরু প্রেমের সফর।

অভিমানই জুড়ে থাকে দোটানাতে
অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,
আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায়
অজুহাতে আমায়
তাকে পেলে মন কাছে, মরতে যায়।

সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি
ভালোবাসা আজ বড় নিরুপায়,
প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো
পারলে বলো একটু আমায়।

ও ও..

হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে
ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,
ও..
হারাতে সবাই পারে আঘাতে আঘাত বাড়ে
ব্যথা গুলো বালিশেতে চোখ ভেজায়,
দূরে গেলে ঘুম ঘোরে স্বপ্নতে মনে পড়ে
স্মৃতি গুলো বন্দী যে চিলেকোঠায়,
আমি তার প্রেমে মরতে চাই
রূপকথা যত থমকে যায়,
এ মন আমার তারা গুনে পুড়ে মরে
এ সময় কেন আজ আবার নিরাশায়।

অভিমানই জুড়ে থাকে দোটানাতে
অবেলায় দাঁড়িয়ে পাশে থাকা,
আমার এ পথ চলায়, চেনা সে দিন অচেনায়
অজুহাতে আমায়
তাকে পেলে মন কাছে, মরতে যায়।

সে ছুঁতো না কিছু, তুমি বুঝতে যদি
ভালোবাসা আজ বড় নিরুপায়,
প্রেম দেবো এর নাম, নাকি কষ্ট দেবো
পারলে বলো একটু আমায় .. ও ও ..

প্রেমের এ সফর লিরিক্স – রাজ্ বর্মন :
Januk abar januk shohor
Rotuk taray khobor
Ador hoye tomay chuye
Shuru premer sofor
Obhimani jure thake dotanate
Obelay dariye pashe thaka
Amar e poth cholay chena se din ochenay
Ajuhaate amay
Taake pele mon kache morte chaay
Se chuto na kichu tumi bujhte jodi
Valobasha aaj boro nirupay
Prem debo er naam naki kosto debo
Parle bolo ektu amay
Harate sobai paare aghate aghat bare
Beytha gulo balishete chokh vejay
Dure gele ghum ghore shopnote mone pore
Smriti gulo bondi je chilekothay
Ami taar preme morte chai
Rupkotha joto thomke jaay
E mon amar tara gune pure more
E somoy keno aaj abar nirashay
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *