Megh Pioner Bager Vitor Lyrics (মেঘ পিওনের ব্যাগের ভেতর) Srikanto Acharya


Megh Pioner Bager Vitor from Titli

 

Megh PionEr Bager Vitor Lyrics In Bengali. Sung by Srikanto Acharya from Titli Bangla Movie Directed by Rituparno Ghosh. Starring: Konkona Sen Sharma, Aparna Sen, Mithun Chakraborty. Music Composed by Debojyoti Mishra.

Movie Name : Titli
Song Name : Megh Peoner Bager Bhetor
Singer : Srikanto Acharya

Lyricist : Rituparno Ghosh
Tune : Debojyoti Mishra
Director : Rituparno Ghosh
Produced by : Tapan Biswas
Distributed by : Cinemawalla

Megh Pioner Bager Vitor lyrics In Bengali :

মেঘ পিওনের ব্যাগের ভেতর,
মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়,
ব্যাকুল হলে তিস্তা (x2)
 
মন খারাপের খবর আসে,
বনপাহাড়ের দেশে
চৌকোণও সব বাক্সে যেথায়,
যেমন থাক সে
মন খারাপের খবর পড়ে,
দারুণ ভালোবেসে
 
মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে,
মেঘ পিওনের পাড়ি
পাকদন্ডী পথ বেয়ে তার,
বাগান ঘেরা বাড়ি
 
বাগান শেষে সদর দুয়ার,
বাগান শেষে সদর দুয়ার,
বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে
ছোট্ট রোদের ফালি,
সেথায় এসে মেঘ পিওনের
সমস্ত ব্যাগ খালি
 
দেয়াল জুড়ে ছোট্ট রোদের,
ছায়া বিশাল কায়
নিস্পলকে ব্যকুল চোখে,
তাকিয়ে আছে ঠায়,
কীসের অপেক্ষায়
 
মেঘ পিওনের ব্যাগের ভেতর,
মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়,
ব্যাকুল হলে তিস্তা
 
রোদের ছুরি ছায়ার শরীর,
কাটছে অবিরত
রোদের বুকের ভেতর ক্ষত (x2)
সেই বুকের থেকে টুপ টুপ টুপ,
নীল কুয়াশা ঝরে
আর মন খারাপের খবর আসে,
আকাশে মেঘ করে
সারা আকাশ জুড়ে
 
মেঘ পিওনের ব্যাগের ভেতর,
মন খারাপের দিস্তা
মন খারাপ হলে কুয়াশা হয়,
ব্যাকুল হলে তিস্তা
 
মেঘের দেশে রোদের বাড়ি
পাহাড় কিনারায় (x2)
যদি মেঘ পিওনের ডাকে,
সেই ছায়ার হদিশ থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে,
আকুল আকাঙ্খায়
কবে মেঘের পিঠে আসবে খবর,
বাড়ির বারান্দায়, ছোট্ট বাগানটায়
 
মেঘ পিওনের ব্যাগের এবার,
মন খারাপের দিস্তা
সেই মন খারাপের স্রোতের টানে,
চলছে বয়ে তিস্তা (x2)

 

মেঘ পিওনের ব্যাগের ভিতর লিরিক্স :
Megh Peoner Bager Bhetor
Mon kharaper dishta
Mon kharap hole kuasha hoy
Beykul hole tista
Mon kharaper khobor ashe bon paharer deshe
Choukomo sob bakshe jethay jemon thake se
Mon kharaper khobor pore darun valobeshe
Megher bag er bhitor maap royeche
Megh pioner paari
Pakdondi poth beye taar bagan ghera baari
Megh Peon er Bag er Vitor Mon kharaper dishta

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *