Bochor Charek Por Poem Lyrics Recitation (বছর চারেক পর)


Bochor Charek Por Poem Lyrics Recited by Munmun Mukherjee
Bochor Charek Por Poem by Munmun Mukherjee

Bochor Charek Por Poem Lyrics Recited by Munmun Mukherjee. Presenting bangla kobita abritti Dekha holo bochor charek por Written by Srija Ghosh. This broken heart love bengali poem pecited by various artists, like Rusha Ghose, Meghna Biswas and Many artists.

Bochor Charek Por Poem Details :

Poem Name : Bochor Charek Por Poem
Written by : Srija Ghosh
Recited by : Munmun Mukherjee
Back Vocal : Santanu Bandopadhyay
Studio : Dhun Studio
DOP : Nilanjon
Directed by : Avijit Guha

“Bochor Charek Por Poem” Video

Bochor Charek Por Poem Lyrics In Bengali :

দেখা হল বছর চারেক পর।
তুইও এখন অন্য কারোর বর,
অন্য কারোর ঘর।

এখন অনেক হাল্কা রঙের শার্ট,
ঠোঁটের নীচের চুম্বকটাও নেই
ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে,
দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই।
এখন অনেক শান্ত হয়েছিস,
রগচটা সেই চোখ দুটো সংসারী
বছর চারেক পরে আবার দেখা,
মুখ ঢেকেছে কাঙ্ক্ষিত চাপ দাড়ি!
এখন অনেক বুঝতে পারিস বুঝি?
আমার প্রিয় গন্ধটা আর মাখিস?
নতুন মানুষ আদর করার পরে-
আলগা পিঠে জল-আলপনা আঁকিস?

আমার মতন সেও কি অভিমানী?
চুল খুলে দেয়?, লাল টিপ সেও পরে?
আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর!
কেই বা এখন মিথ্যে নালিশ করে?
নেভি ব্লু-টা ছাড়াও তো শার্ট পরিস,
আমার বেলায় রাজিই হতিস না যে?
আচ্ছা এখন বাংলা ছবি দেখিস?
নাকি আজও আঁতেল ছবি- বাজে?

এখনও কি ঠান্ডা লাগার ধাঁত ?
মাথা মুছিস কার বকুনি খেয়ে?
ফুটবলে আর হাত পা কাটিস নাকি?
ভাল্লাগে আর কাব্যি করা মেয়ে?
আগের মতই দেরিতে ঘুম ভাঙে?
নাকি ‘নতুন’ আগেই জাগায় তোকে?
কানের নরম কামড়ে ধরে কেউ,
একটা কিছু বলতে চাওয়ার ঝোঁকে!?

নতুন মানুষ বৃষ্টি ভালবাসে?
আমার মতন জোর করে ভেজবার?
নাকি এখন তোর বারণের জোরে,
বৃষ্টি থামায় বর্ষা হাজার বার!
সেই ব্যথাটা আজও জ্বালায় খুব?
সেও কি জানে কপাল টিপে দিতে?
আচ্ছা অমন জাপটে ধরে সে-ও?
পেছন থেকে ঝাঁপায় অতর্কিতে?
তার নিশ্চই বুকের ব্যথা নেই,
নিশ্চই নেই মন খারাপের ব্যামো?

আজকে কেমন প্রাপ্ত দেখায় তোকে,
আগের মতন নাক উঁচু নস কেন ?
এই তো কেমন বেল্ট ঘড়িও পরিস,
আমার বেলাই চেনের বাড়াবাড়ি!

নতুন মানুষ দিব্যি রেখেছে তো!
কক্ষণো তার জন্যে বলিস ‘আড়ি’?
কাবাব আজও অমন ভালবাসিস?
মাংস খেকো নাম কি দিতাম সাধে?
আজকে দেখি ভিড়ের মাঝে তোকে
সত্যি গুলোই বলতে কেমন বাধে,
আচ্ছা, তোর ওই অভ্যেস টা আছে?
অল্প কথায় আজও ছেড়ে আসিস?

নতুন মানুষ ঝগড়া করার আগেই,
বুকের ভেতর অমন ভালবাসিস!
তারও হঠাৎ মন্দ কিছু হলে,
চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস?
আচ্ছা সে ও শক্ত করে ধরে
কাছে চেয়ে জ্বালায় অহর্নিশ?

সেও কি খুব তুই-পাগলী মেয়ে?
চশমা পরে? কথায় কথায় কাঁদে?
সেও কি ভীষণ কষ্ট পেলে একা
খুব গোপনে জায়গা খোঁজে ছাদে?
সে বুঝি খুব বকবকিয়ে নয়?
স্বল্পভাষী? চাইতি যেমন তুই?

আজকে কেমন নরম দেখায় তোকে,
একটা ভিড়ে থমকে গেছে দুই।
এই যে এখন চুপটি করে একা,
দাঁড়িয়ে আছিস নালিশ ভুলে গিয়ে
নতুন মানুষ, নতুন নতুন প্রেমে
খুব বেঁধেছে শক্ত করে নিয়ে?

আমার মতন ও কি এত ভোগে?
শরীর খারাপ হলেই তোকে চায়?
বিদঘুটে সব গান শুনলে ওর ও
সমস্ত রাগ এমনিই কেটে যায়!
ইনসোম্যানিক সে নিশ্চই নয়?
রাত জাগবার ঝক্কিটা আর নেই
ভীষণ ভিড়ে লুকিয়ে দেখি তোকে
হারিয়ে যাব ও চোখ ফেরালেই।

তোকে দেখে সুখীই মনে হল..
হয়ত নতুন ঘরে বেশি আলো-
আমার মতন জ্বালায় না আর কেউ,
নতুন মানুষ আমার চেয়েও ভাল ?

দেখা হল বছর চারেক পর।
তুই এখনো আমার একার ঘর
আমার একার, বর।

দেখা হল বছর চারেক পর বাংলা কবিতার লিরিক্স :

Dekha holo bochor charek por
Tuio ekhon onno karor bor
Onno karor ghor
Ekhon onek halka ronger shirt
Thoter niche chumbok ta-o nei

FAQs for Bochor Charek Por
Who recited the poem Bochor Charek Por?
Bochor Charek Por poem recited by Munmun Mukherjee.
Who is the poet of Bochor Charek Por Poem?
Srija Ghosh has written the poem “Bochor Charek Por”.
Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *