Bondhu Tomay Lyrics (বন্ধু তোমায়) Chandrabindu Band


Bondhu Tomay Lyrics (বন্ধু তোমায়) Chandrabindu Band

Bondhu Tomay Lyrics by Chandrabindu Band :

Bondhu Tomay Lyrics Bengali Song is Sung by Upal Sengupta from Gadha Chandrabindu Band Album. The Song Bondhu Tomay E Gaan Shonabo Bikel Belay Song Cover by Rishi Panda, Monalisa Dutta, Swarnava Chkaraborty And Many Various Artists In Their Own Way. Bondhu Tomay Lyrics In Bengali Composed by Chandrabindu Bangla Band.

Song : Bondhu Tomay
Album : Gadha (1998)
Band : Chandrabindoo
Label : Asha Audio

Bondhu Tomay Song Video :

Bondhu Tomay Song Lyrics In Bengali :

ছেড়া ঘুড়ি রঙ্গিন বল
এই টুকুই সম্বল,
আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা।
বাজে বকা, রাত্রি দিন Asterix Tintin
এলোমেলো কথা উড়ে যেত,
হাসির ঠেলায়।

সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে,
সে হাসি ছুটে যেত গোধূলি মিছিলে
সবার অলক্ষেতে তুমিও কি ছিলে,
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়।

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।

গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবো না আড়ি,
গল্পের মত, ইস্কুল বাড়ি
জমে ওঠা ক্ষত, খেলবনা আড়ি,
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ,
সে খেলা কানা গলি রোজ চুপিসারে
এবং আগুন ছিল লাস্ট counter-এ,
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়।

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।

বই মেলা গুলো, গার্গী শ্রেয়সী
চেনা মুখ গুলো, পরিচিত হাসি,
বইমেলা গুলো, গার্গী শ্রেয়সী
চেনা মুখ গুলো, পরিচিত হাসি,
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজো পারেনি সে,
সে হাসি রোদ ঝিকিমিকি কার্নিশে
সাহসী চুম্বন আজও পারেনি সে,
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়।

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।

ছেড়া ছবি, স্ফটিক জল, এইটুকুই সম্বল
বাদবাকি রোদ চলে যাওয়া বিকেল বেলা,
এক ঘেয়ে ক্লান্ত দিন, tancus asperin
যানজটে দেরী হয়ে গেল, এ কাল বেলা।

মরা মাছের চোখ যায় যতদুরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে,
মরা মাছের চোখ যায় যতদূরে
শুকানো জলছবি আজো রোদ্দুরে
হাওয়ায় হাওয়ায়, হাওয়ায় হাওয়ায়।

বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়
বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলায়,
আরেকবার যদি তোমাদের দলে নাও খেলায়
বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়।

বন্ধু তোমায় লিরিক্স – চন্দ্রবিন্দু ব্যান্ড :

Chera ghuri rongeen ball ei tukui shombol
Aar chilo roddure pawa bikel bela
Baaje boka, raatri din Asterix tintin
Elo-melo kotah ure jeto Haashir thelay
Se Haashi chute jeto godhuli michiley
Shobar olokkhete tumio ki chile
Haway Haway..
Bondhu tomay e gaan shonabo bikel belay
Aar ekbar jodi tomader dole nao khelay
Bandhu tomay e gaan shonabo bikel belay

Golper moto, ishkul bari
Jome otha khoto Khelbona aari
Se khela kanagoli rooj chupisare
Ebong aagun chilo last counter e
Haway Haway..
Bandhu tomay e gan shonabo bikel belay

Chera chobi sfotik jol eitukui sombol
Baadbaki rod chole jaowa bikel bela
Ek geheye klanto din tancus asperin
Jaanjote deri hoye gelo e kaal bela
Mora maacher chokh jaay jotdure
Shukno jolchobi aajo roddure
Haway haway..
Bondhu tomaye e gaan shonabo bikel belay

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *