Proticchobi Lyrics by Bagdhara Band :
Song : Proticchobi
Band : Bagdhara
Lyrics & Tune : Kazi Zohad Yazdani & Salehin Rafi
Composer : Kazi Zohad Yazdani
Mixing & Mastering : Sultan Rafsan Khan
Vocals & Guitar : Kazi Zohad Yazdani
Female Vocal : Nree Raha Adrija
Bass Guitar & G.M : Faruk Johny
Drums & Percussions : Pantha Singha
Directed By : Sakibul Alam & kazi Zohad Yazdani
Proticchobi Song Lyrics In Bengali :
আঁধারের ঐ আকাশে দেখি
তোমার প্রতিচ্ছবি,
হুম.. আঁধারের ঐ আকাশে দেখি
তোমার প্রতিচ্ছবি,
ভেসে আসো তুমি আমার স্বপনে
আঁধারের কালো অন্ধকারে,
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যাই।।
আলোর ভীড়ে এঁকে যাই তোমার ছবি,
আলোর ভীড়ে এঁকে যাই তোমার ছবি,
আলোর ভীড়ে এসে হারিয়ে গেলে তুমি
খুঁজে ফিরি তোমায়,
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যাই।
ভেসে আসো তুমি আমার স্বপনে
আঁধারের কালো অন্ধকারে,
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যাই।।
যদি কোনোদিন ভুল করে মনে পড়ে যায়
স্মৃতির পাতায় খুঁজে পাই,
যদি কোনোদিন মেঘের ভাঁজে তোমাকে হারাই
বৃষ্টির শব্দে খুঁজে যাই।
ভেসে আসো তুমি আমার স্বপনে
আঁধারের কালো অন্ধকারে,
মরি আমি তোমার নেশায়
তোমার ছবি এঁকে যাই।।
0 Comments