Tumi Jeno Lyrics (তুমি জেনো) Soumyadip | The Bong Studio


Tumi Jeno Lyrics by Soumyadip from The Bong Studio

Tumi Jeno Lyrics by Soumyadip :

Tumi Jeno Song is Sung by Soumyadip Chakraborty from The Bong Studio Originals Song. Song Mix and Master by Dipesh Chakraborty. Music Composed by And Song Lyrics In Bengali Written by Soumyadip Chakraborty.

Song : Tumi Jeno
Vocal, Music & Lyrics : Soumyadip Chakraborty
Music Arrangements : Shubhodip Roy
Mix and Master : Dipesh Chakraborty
Director : Krish Bose
Production : The Bong Media
Edit & Color : Sanjoy Dasgupta
DOP : Subhajit Sil
Music Label : The Bong Studio

Tumi Jeno Song Lyrics In Bengali :

নিওনের আলো মেখে
উড়োচিঠিরা ভেসে যাক,
জানতে কি লুকিয়ে ছিলে
আমার ভেতরে হঠাৎ।

সাদা ক্যানভাসের রাত
চেনা শুভেচ্ছা নীলচে তারায়,
ছেড়া jeans এর ভেতর
খুচরো অভিমান জমায়।

হলুদ নীল ইচ্ছেরা ভিড় করে আসে
না বলা শব্দের রং বড্ড ছোঁয়াচে
আঁকছো কেমন করে, কার আন্দাজে
তবুও ….

তুমি জেনো,
ঠোঁটের কাছে আমার বাড়ি আছে
তুমি জেনো,
এলোচুলে হাওয়ারা তোমায় ছুঁয়ে গেছে
তুমি জেনো,
নন্দন-পার্কস্ট্রিটে কত গল্প রাখা আছে
তুমি জেনো,
ফিরতে হবে কোনোদিন আমার কাছে।

ছুঁয়ে ছুঁয়ে থাকা দুহাত ক্লান্ত অবসন্ন রাত
আবার কে মনে করছে ?
শব্দেরা ভাঙে নিঃশ্বাসে বেহায়া বাতাসে
কোন মায়া সে জড়াচ্ছে ?
ভুলে যাই সব, কোন জাদুবলে
ছুঁয়ে দেবে সে, খুব কান্না পেলে
আদরে ..

বুকের নীলচে জমাট
খোলা শব্দের প্রতিবাদ,
তারাদের মেহফিল সাজে
তুই আমি আর খোলা ছাদ।

হারিয়ে সে যাবে বুনোফুলের দেশে
নেমে আসে ভোরে আদরে আহ্লাদে,
দিনশেষে বিচ্ছেদে মেঘ করে আসে
তবুও ….

তুমি জেনো,
ঠোঁটের কাছে আমার বাড়ি আছে
তুমি জেনো,
এলোচুলে হাওয়ারা তোমায় ছুঁয়ে গেছে
তুমি জেনো,
নন্দন-পার্কস্ট্রিটে কত গল্প রাখা আছে
তুমি জেনো,
ফিরতে হবে কোনোদিন আমার কাছে।

তুমি জেনো লিরিক্স – সৌম্যদীপ চক্রবর্তী :
Niyoner aalo mekhe
Uro chithira vese jaak
Jante ki lukiye chile
Amar vetore hotath
Sada canvas er raat
Chena shubheccha nilche taray
Chera jeans er bhetor
Khuchro obhimaan jomay
Holud neel icchera bhir kore ashe
Na bola shobder rong boddo chowache
Akcho kemon kore kar andaze tobuo
Tumi jeno thoter kache amar bari ache
Tumi jeno Elo chule hawara
tomay chuye geche
Tumi jeno Nandan Park Street e
koto golpo rakha ache
Tumi jeno firte hobe konodin amar kache

Share this

0 Comments

Your email address will not be published. Required fields are marked *